ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নির্যাতন বন্ধে সরকারি হস্তক্ষেপ চান যৌনকর্মীরা

নির্যাতন বন্ধে সরকারি হস্তক্ষেপ চান যৌনকর্মীরা

যৌনকর্মীদের ওপর নির্যাতন বন্ধে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি যৌনকর্মীদের ওপর নির্যাতন বন্ধে ১০ দফা দাবিও জানিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে সেক্সওয়ার্কার্স নেটওয়ার্কের সভাপতি আলেয়া আক্তার লিলির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য শ্রাবন্তী। তিনি বলেন, আমাদের সমাজে নারীরা অভাবের তাড়নায় এবং পারিবারিক ও সামাজিকভাবে প্রতারিত হয়েই মূলত যৌন পেশা বেছে নিতে বাধ্য হয়। এই পেশার ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সমাজই তার প্রয়োজনে এই পেশা সৃষ্টি করেছে। স্থান ও কালের ব্যবধানে ব্যবসার নিয়মণ্ডনীতি পাল্টেছে, ব্যবসা পরিচালনা পদ্ধতিতে পরিবর্তন এসেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত