বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের বন্যাদুর্গত জেলাগুলোর ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত বন্যাদুর্গত এলাকার ২ হাজার ৯১৪ জনকে উদ্ধার ও ৬৩ হাজার ৭১৪টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং ২৩ হাজার ৩১১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিজিবির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান। বিজিবি জানায়, এখন পর্যন্ত ফেনী সদর উপজেলায় ৯ হাজার ৭২৮টি, পরশুরামে ৫ হাজার ৮১২টি, ছাগলনাইয়ায় ৪ হাজার ৯৫১টি, ফুলগাজীতে ৬ হাজার ৩৬টি, সোনাগাজীতে ৪ হাজার ২৭৯টি এবং দাগনভূঁইয়ায় ৭ হাজার ৭৮৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদরে ৭ হাজার ১০৯টি, বুড়িচংয়ে ২ হাজার ৬৪টি, লাঙ্গলকোটে ১ হাজার ১৪৮টি এবং ব্রাহ্মণপাড়ায় ১ হাজার ৯২৫টি, নোয়াখালী সদরে ৪৮০টি, বেগমগঞ্জে ১ হাজার ২১৫টি এবং সোনাইমুড়ীতে ২০০টি, লক্ষ্মীপুর জেলার কমলনগরে ১৫০টি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০০টি, মৌলভীবাজারের কমলগঞ্জে ১ হাজার ৯০০টি, খাগড়াছড়ির গুইমারায় ৩৩টি, মাটিরাঙায় ৪৬৭টি, পানছড়িতে ৪১০টি, দীঘিনালায় ২৪০টি এবং রামগড়ে ১ হাজার ৫৫০টি, রাঙামাটির বাঘাইছড়িতে ৬৪০টি, বরকলে ১৩৫টি, লংগদুতে ১০০টি এবং কাপ্তাইয়ে ৫৫২টি, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৫০টি, চট্টগ্রামে ২০০টি, খুলনার পাইকগাছায় ৫০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিজিবি হেলিকপ্টারের মাধ্যমে ফেনীর ছাগল।