কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পুনর্বাসনের দাবি

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিগত আওয়ামী লীগ শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান এবং তাদের পেটোয়া বাহিনী হুমকি ধমকি দিয়ে পিস্তলের মুখে জিম্মি করে নারায়ণগঞ্জে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের জুট প্রেসে কর্মরত শ্রমিকদের বাসস্থান থেকে একদিনের নোটিশে উচ্ছেদ করেছিল বলে অভিযোগ করেছেন কুমুদিনী বাগানে বসবাসরতরা। সে সময় নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও কুমুদিনী বাগানের বাসিন্দাদের কোনো ধরনের সহযোগিতা করেননি। গতকাল শুক্রবার ৬ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে উচ্ছেদকৃত কুমুদিনী উত্তর ও দক্ষিণ বাগানবাসী আয়োজিত মানববন্ধনে এহেন অভিযোগ করেন বাসিন্দারা। ওই মানববন্ধন থেকে কুমুদিনীর বাগানের বাসিন্দাদের দ্রুত পুর্নবাসনের দাবি জানানো হয়। এর আগে শহরের খানপুর এলাকায় কুমুদিনী বাগানের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে বাগানবাসী। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ শাখার সমন্বয়ক অঞ্জন দাস, নিয়ামুর রশিদ বিপ্লব। সঞ্চালনায় ছিলেন কুমুদিনী বাগানের বাসিন্দা দুলাল হোসেন।