ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনা থেকে মুমূর্ষু অবস্থায় যুবক উদ্ধার

মেঘনা থেকে মুমূর্ষু অবস্থায় যুবক উদ্ধার

চাঁদপুর শহরের পুরানবাজারে দেনার দায়ে, গলায় ফাঁস দেয়া, ২ দফা ৩০টি করে ৬০টি ঘুমের টেবলেট সিডিল খেয়ে ৩ বার রাসেল মোল্লা (৪০) আত্রহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অবশেষে জীবন প্রদীপকে নিবিয়ে দিতে ৪ বার আত্রহত্যার চেষ্টায় শহরের পুরানবাজার মেঘনা নদীতে গত বৃহস্পতিবর রাত ১১টায় প্রচণ্ড স্রোতের মধ্যে ঝাঁপ দিয়ে মরতে চেয়েও আলোকিক ভাবে প্রায় ২ ঘণ্টা নদীতে ডুবে থেকে রাত ১টায় জেলেদের জালে আটকা পড়ে প্রাণে রক্ষা পায় রাসেল মোল্লা। হাসপাতালের মেডিকেল অফিসার মো. মুনছুর আহমেদ জানান, রাসেল নামীয় যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করে চিকিৎসা দেয়া হয় তার অবস্থার অবনতি দেখে তাকে গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ যুবককে নদীর জেলেরা ও এলাকাবাসী উদ্ধার করে গত বৃহস্পতিবার রাতেই চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। সে শহরের পুরানবাজার বাকালী পট্রির তাহের মোল্লার ছেলে ও আওয়ামী লীগ নেতৃ ময়না বেগমের মেয়ের জামাতা। তার পরিবারে তার স্ত্রী রেহেনা বেগম (৩৭), মেয়ে বৈশাখী (২০), ছেলে জোবায়ের (১৬) ও মিনহাজ (৫) রয়েছে। একটি সূত্রে জানা যায়, পাওনাদার সোহেলকে গত ৫ সেপ্টেম্বর তারিখে ১ লাখ টাকা দেয়ার কথা ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত