শিশুরা বহু ভাষায় দক্ষ হলে সম্পদে পরিণত হবে

গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শিশুদেরকে বহু ভাষাভাষী হিসেবে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, ‘ভাষা ছাড়া অস্তিত্ব কল্পনা করা যায় না। শিশুরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে না পারলে তাদের ডেভেলপ হতে সমস্যা হয়। তবে আমরা শুধু বাংলাদেশের নাগরিক না, আমরা এখন আন্তর্জাতিক নাগরিক। যোগাযোগ, যাতায়াত, অর্থনীতি, সবদিক বিবেচনায় পুরো বিশ্বটা এখন একীভূত বিষয় হয়ে গেছে।’

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক নাগরিক হয়ে ওঠার জন্য আমাদের অন্য ভাষাচর্চা করা প্রয়োজন।

এজন্য আজকের শিশুদের বহু ভাষাভাষী হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে তারা দেশের জন্য আগামীতে বড় সম্পদ হয়ে উঠবে।’ গতকাল রোববার রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন পর্বে তিনি এসব কথা বলেন।

বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস২০২৪’ এর মূল কর্মসূচির উদ্বোধন করেন ।