ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চবিতে ভিসি নিয়োগ

দুই দিনের আল্টিমেটাম সাধারণত শিক্ষার্থীদের

দুই দিনের আল্টিমেটাম সাধারণত শিক্ষার্থীদের

ফ্যাসিবাদ সরকার পতনের পর পদত্যাগ করতে বাধ্য হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি। আগস্টের ১২ তারিখে শিক্ষার্থীদের তোপের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি পদত্যাগ করতে বাধ্য হয়। ভিসি পদত্যাগের ২৭ দিন পরেও এখনও নতুন ভিসি নিয়োগ দেয়া হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ঢাবি, রাবি, জাবি, জবিতে নতুন ভিসি নিয়োগ দেয়া হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিয়োগ না হওয়ায় হতাশায় সাধারণ শিক্ষার্থীরা। ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে আছে। চলছে না ক্লাস-পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করতে এবং শিক্ষা-কার্যক্রম চালু করার জন্য দ্রুত ভিসি নিয়োগ দিতে আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত শিক্ষার্থীবান্ধব ভিসি নিয়োগের দাবি তুলে ধরে। ভিসি নিয়োগে ২ দিনের আল্টিমেটাম দেয় সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত