ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শহীদ সাগর হত্যা

মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া কলেজ শিক্ষার্থী শহীদ রেদোয়ান হাসান সাগর (১৭) হত্যা মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা ওই মামলার সন্ধিগ্ধ আসামি।

গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার ধানিখলা এলাকায় অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতারা হলেন- সদর উপজেলা যুবলীগের সভাপতি শাজাহান সরকার এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বাচ্চু। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম আসামিদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর একটি দল আসামিদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্থান্তর করে। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব আলী জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করে তাদেরকে আদালতে সোর্পদ করে। পরে আদালত আসামিদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। প্রসঙ্গত, বিগত ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর। সে নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামান আসাদের ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত