বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত দুই পাশে প্রায় ৮ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২০ জুলাই ঢাকার শনির আখড়ার কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে ইমাম হাসান তাইম মারা যান। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হননি। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। নিহত ইমাম (১৯) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
এদিকে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। মহাসড়কের দুই পাশ স্থবির হয়ে থাকার কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ এক স্থানে অবস্থান করতে হচ্ছে। অনেকেই জরুরি কাজে বের হয়ে আটকে আছেন। কেউ গন্তব্যস্থলে যেতে পারছেন না।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাঈম বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে যানজট নিরসন করার।