বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ইস্যুকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তারা গতকাল পূর্ণকালীন সদস্য হিসেবে ইউজিসি চেয়ারম্যানের কাছে যোগদানপত্র পেশ করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী ড. তানজীমউদ্দিন খান এবং ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে আগামী চার (০৪) বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে একই দিবসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগাদেশ তাদের যোগদানের তারিখ হতে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনের শর্তানুযায়ী তারা অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতনভাতাসহ প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।