ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নিজ বাসায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু

নিজ বাসায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু

শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ফ্ল্যাটে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিবেশীরা বলছেন, দাম্পত্য কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকায় এম এ হাসান বাচ্চুর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া এলাকার এম এ হাসান বাচ্চু (৫৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও তাদের শিশু মেয়ে মোছা. জান্নাতী (৪) এলাকাবাসি জানায়, বাচ্চু তার স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে তাদের চারতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকতেন। আরেকটি কক্ষে ১৮ বছর বয়সী তার বড় ছেলে থাকেন। সকালে হঠাৎ চারতলা থেকে তার বড় ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং বাচ্চুর দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে ভিতরে তিনজনের নিথর দেহ দেখতে পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের প্রতিবেশী ফরিদা বেগম বলেন, সকাল বেলা স্বপ্না আমার সঙ্গে কথা বলে তার মেয়েকে নিয়ে বাড়ির পাশে স্কুলে নিয়ে যায়। ১০টার দিকে মেয়েকে নিয়ে ফিরে আসে স্বপ্না। এ সময় বাচ্চু ও তার স্ত্রী স্বপ্নাসহ ছেট মেয়ে কক্ষের ভিতর দরজা আটকে দিয়েই ছিল। পাশের কক্ষে তাদের বড় ছেলে ঘুমাচ্ছিল। হঠাৎ তাদের বড় ছেলে কক্ষের দরজার নিচ দিয়ে ধোয়া বের হতে দেখে চিল্লাচিল্লি শুরু করে সবাইকে বাঁচানোর জন্য ডাকতে থাকে। পরে আমি গিয়ে আরো লোকজন ডেকে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি বাচ্চু ও তার স্ত্রীসহ ছোট সন্তানকে বিছানার উপর পড়ে থাকতে দেখি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত