ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজুতে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময়, ক্যাম্পাস পলিটিক্স নো মোর, নো মোর, দলীয় রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, হলে হলে খবর দে, লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতির কবর দে, ছাত্র সংসদ চালু করতে হবে বলে স্লোগান দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে ছাত্রসংসদ চালুর দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আগে আমরা দেখেছি দলীয় লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতির কি ভয়াবহ পরিণাম। ক্লাস, রিডিং রুমে থাকার বদলে আমাদের মধুর ক্যান্টিন, ডাস চত্ত্বরে প্রোগ্রাম করতে হতো। হলের গেস্টরুম গণরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক নির্যাতন চালানো হতো। আমরা চাই ক্যাম্পাসে এরকম লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির কেন্দ্রস্থল গড়ে উঠুক। বরং অবিলম্বে গনতান্ত্রিক উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের মাধ্যম সুষ্ঠু রাজনীতির চর্চা হোক।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের নোংরা দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাহলে ক্যাম্পাসে দখলদারত্ব, চাটুকারিতার রাজনীতির সব রাস্তা বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে কালক্ষেপণ না করে ছাত্র সংসদ চালু করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত