ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যার্তদের পাশে বশেমুরকৃবি

বন্যার্তদের পাশে বশেমুরকৃবি

সাম্প্রতিক দেশের বিভিন্ন জেলায় বন্যায় দুর্গত মানুষের আর্থিক সাহায্যে এগিয়ে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। বশেমুরকৃবির-এর ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ এবং ভেটেরিনারি টিচিং হাসপাতাল এর উদ্যোগে গতকাল ১১ সেপ্টেম্বর ২০২৪ (বুধবার), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যার্তদের মাঝে প্রায় ৩.৫ টন গবাদিপশুর খাদ্য এবং প্রায় লক্ষাধিক টাকার জরুরি ওষুধ ও গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার এবং ইন্টার্ন চিকিৎসকের সমন্বয়ে ২২ সদস্যের একটি দল দিনব্যাপী তাদের এই কার্যক্রম পরিচালনা করেন। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

বন্যার্তদের জন্য ফিড ও মেডিসিন দিয়ে সহযোগিতা করেছেন মেগা ফিড, নারিশ পোল্ট্রি এ্যান্ড হ্যাচারী লিমিটেড, আস্তা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেনারেল এগ্রো কেয়ার লিমিটেড, কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, অপসোনিন ফার্মা লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর্গিল এন.ই বাংলাদেশ। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বেশ কয়েকটি জেলা। মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সমস্ত এলাকার গবাদিপশুসহ অন্যান্য প্রাণী। বন্যা-পরবর্তী সময়ে পশুখাদ্যের চরম সংকট দেখা দেয় বন্যাকবলিত এলাকায় এবং গবাদিপশু (গরু, ছাগল, হাঁস, মুরগি) তে দেখা দেয় নানাবিধ রোগের প্রাদুর্ভাব।

দেশের এই ক্রান্তিলগ্নে ক্ষতিগ্রস্ত খামারি এবং গৃহস্থদের পাশে দাঁড়ায় বশেমুরকৃবির ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে গতকাল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রায় ১৪০ জন বন্যার্ত খামারির মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়। পরবর্তীতে ভেটেরিনারি চিকিৎসকগণ ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্ভুক্ত ৩টি ইউনিয়নে (শশীদল, মালাপাড়া এবং চান্দলা) ভিন্ন ৩টি ক্যাম্পে বিভক্ত হয়ে প্রায় ছয় শতাধিক খামারির গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত