নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ সম্পন্ন করা হবে

ডিএনসিসি প্রশাসক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। গতকাল শনিবার সকালে গাবতলী সিটি পল্লীতে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বহুতল ভবন নির্মাণ প্রকল্প, কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন এবং আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

চলমান প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে। কাজের গতি বাড়াতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন সবসময় সচল রাখতে হবে এবং এটির আধুনিকীকরণ করতে হবে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে প্রশাসক মাহমুদুল হাসান বলেন, উত্তর সিটিতে বিপুল পরিমাণ বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনার জন্য আমিন বাজার ল্যান্ডফিল আধুনিকীকরণ করতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ঢাকা হবে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন শহর। এতে বায়ুদূষণ রোধ হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন হলে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজের গতি বাড়াতে হবে।