‘যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করুন’

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সংবিধানসহ রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেসব উদ্যোগ গ্রহণ করে সংস্কার কমিশন গঠন করেছে তা খুবই ইতিবাচক পদক্ষেপ বলে জানিয়েছেন ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু।

গতকাল শনিবার সহ-দপ্তর সম্পাদক এসএম আল আমিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শেখ ছালাউদ্দিন ছালু এ কথা বলেন। এসময় তিনি ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠন করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

বিবৃতিতে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই প্রধান লক্ষ্য। এ সরকারের কাছে আমাদের দাবি প্রতিটি সেক্টরে সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করা। এতে রাজনীতিদের কাছে ক্ষমতা হস্তান্তর, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।