ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করুন’

‘যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করুন’

সংবিধানসহ রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেসব উদ্যোগ গ্রহণ করে সংস্কার কমিশন গঠন করেছে তা খুবই ইতিবাচক পদক্ষেপ বলে জানিয়েছেন ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু।

গতকাল শনিবার সহ-দপ্তর সম্পাদক এসএম আল আমিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শেখ ছালাউদ্দিন ছালু এ কথা বলেন। এসময় তিনি ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠন করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

বিবৃতিতে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই প্রধান লক্ষ্য। এ সরকারের কাছে আমাদের দাবি প্রতিটি সেক্টরে সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করা। এতে রাজনীতিদের কাছে ক্ষমতা হস্তান্তর, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত