বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মো. শওকত আলী। গতকাল বুধবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
ড. শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে ১ম শ্রেণিতে ১ম স্থানসহ স্নাতক (সম্মান) ও ১ম শ্রেণিতে দ্বিতীয় স্থানসহ ফলিত গণিত বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১২ সাল হতে তিনি ফলিত গণিত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি দেশের খ্যাতনামা বেশ কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা করেন। দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার প্রায় অর্ধশত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেন। তিনি দেশ ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কলারশিপ ও অ্যাওয়ার্ড লাভ করেন। ড. শওকত আলী কর্মজীবনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের এডিনবার্গ ম্যাথমেটিক্যাল সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।