দেশব্যাপী পুলিশ সংস্কারের অংশ হিসেবে নতুন করে এই বাহিনীকে ঢেলে সাজাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চারটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার। সূত্রমতে, যোগদানকৃত অফিসার ইনচার্জরা হচ্ছেন-কোতোয়ালি মডেল থানায় মিজানুর রহমান, বন্দর থানায় রফিকুল ইসলাম ও বিমানবন্দর থানায় জাকির শিকদার।