ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জমির বিরোধকে কেন্দ্র করে ভাইকে মারধরের অভিযোগ

জমির বিরোধকে কেন্দ্র করে ভাইকে মারধরের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মেয়ে রুপালী ইয়াসমিন বাদি হয়ে থানায় একটি অভিযোগ জমা দিয়েছে। থানায় অভিযোগকারী রুপালী ইয়াসমিন ও স্থানীয়রা জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের আহাদ আলীর ছেলে নমির উদ্দিন (৫০) তার নাতি আরিয়ানকে নিয়ে স্কুলে যায়। এ সময় তার ছোট ভাই আব্দুল লতিব বাবুসহ ৭ থেকে ৮ স্কুলে উপস্থিত এলোপাতারি মারধর করে। এ সময় নমির উদ্দিনকে মারধর করে মুখের দাঁত ৩ গোড়ালী থেকে নড়ে যায় যা যে কোনো সময় দাঁত গুলো পড়ে যেতে পাড়ে। এ ছাড়া তারা এলোপাতারি ভাবে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। এতে তিনি গুরুত্বর আহত হয়। এ সময় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত নমির উদ্দিনকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছে। মেয়ে রুপালী ইয়াসমিন জানান, আমার ছোট চাচা আব্দুল লতিব বাবু তার বড় দুই ভাই ও এক বোনকে ফাঁকি দিয়ে দাদা দাদীকে ম্যানেজ করে প্রায় ৩ বিঘা জমি বিভিন্ন সময় তার নামে দান সত্ব রেজিষ্ট্রি করে নেয়। এ নিয়ে দীর্ঘ দিন থেকে পারিবারিক বিবাদ চলে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত