ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৎ মায়ের শ্লীলতাহানির অভিযোগ

ছেলেসহ গ্রেপ্তার তিন
সৎ মায়ের শ্লীলতাহানির অভিযোগ

চট্টগ্রামে ডবলমুরিং থানায় সৎ মাকে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় সৎ ছেলেসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। গ্রেপ্তাররা হলেন- আবছার উল্লাহ ফারুক (৩২), হাসিনা আক্তার (২৮) ও মো. মুছা প্রকাশ বালু (৩২)। র‌্যাব জানায়, ভিকটিম ৩৭ বছরের একজন গৃহিণী। স্বামীর মৃত্যুর পর ভিকটিমের সৎ ছেলে আবছার উল্লাহ ফারুকের সঙ্গে জায়গা জমির ভাগ নিয়ে বিরোধ চলে ছিল। বিরোধের জের ধরে সৎ ছেলে প্রায়শই ভিকটিমকে মারধরসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। ভিকটিমের সৎ ছেলের অত্যাচারে তিনি তার স্বামীর ওয়ারিশ হিসেবে প্রাপ্ত ভবন ভাড়া দিয়ে তার বাবার বাড়িতে বসবাস শুরু করেন। গত ৬ সেপ্টেম্বর ভাড়া দেয়া বাসার কেয়ারটেকার বাসার পানির লাইন নষ্ট হওয়ায় ভাড়াটিয়াদের সমস্যার কথা মোবাইল ফোনে জানালে ভিকটিম পানির লাইন মেরামত করে দেয়ার জন্য তাকে বলেন। ওইদিন মেরামত কাজের বিল পরিশোধ এবং বাসার অন্যান্য সমস্যা দেখার জন্য ভিকটিম পতেঙ্গা থেকে নগরের ডবলমুরিং থানায় তার মৃত স্বামীর বাড়ির ২য় তলায় ভাড়াটিয়ার ঘরে প্রবেশ করে। এ সময় তার সৎ ছেলে আবছার উল্লাহ ফারুকের স্ত্রী ভিকটিমকে টেনে হেঁচড়ে তাদের ঘরে নিয়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এ সময় সৎ ছেলে আবছার উল্লাহ ফারুক তাকে ধর্ষণের চেষ্টা করে এবং ফারুকের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করে। একপর্যায়ে ভিকটিম কৌশলে ওই বাসা থেকে পালিয়ে আসে। পরে এ ঘটনায় ভিকটিম নগরের ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত