ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের তথ্য প্রতিদিন প্রকাশ করবে

দক্ষিণ সিটি
মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের তথ্য প্রতিদিন প্রকাশ করবে

মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের তথ্য প্রতিদিন প্রকাশ করবে দক্ষিণ সিটি মশক নিয়ন্ত্রণে দৈনন্দিন পরিচালিত লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম এবং ডেঙ্গু রোগীর আবাসস্থল ও আশপাশে পরিচালিত বিশেষ চিরুনি অভিযান সংক্রান্ত তথ্যাদি ‘সংবাদ বিজ্ঞপ্তি’ আকারে প্রতিদিনই গণমাধ্যমকে অবহিত করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

পাশাপাশি তা কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করবে সংস্থাটি। স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে ‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সমন্বিত উপায়ে ও যথাযথভাবে বাস্তবায়ন’ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক সভায় দক্ষিণ সিটির প্রশাসক এসব নির্দেশ দিয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে। গতকাল শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড. মহ. শের আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইঞা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, ঢাদসিক'র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, সিস্টেম এনালিস্ট মো. আবু তৈয়ব রোকন, দক্ষিণ সিটির সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত