ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাস গ্যাস অধিভুক্ত এলাকা

গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জের কালিগঞ্জ, ভাড়ালিয়া, নিমতলা, খোলামুড়া, দক্ষিণ কেরানীগঞ্জ, মধ্য কেরানীগঞ্জ ও মিরেরবাগ বাজার রোডের ইকুরিয়া এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর নেতৃত্বে কয়েক দিন ধরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদ এবং অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের জরিমানা আরোপ করা হয়। অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার তিতাস গ্যাসের আওতাধীন কোনাবাড়ি, চন্দ্রা, সোনারগাঁ, নয়াপণ্টন, সাভার, আশুলিয়া ও কালিগঞ্জ, কেরানিগঞ্জে গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। উচ্ছেদ অভিযানে ৮৭৭টি আবাসিক, ১টি বাণিজ্যিক ও ২টি অবৈধ শিল্প সংযোগ বিচ্ছিন্ন করাসহ ৫কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ করা হয়েছে। এতে দৈনিক প্রায় ২,৫৩,০০৮ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মাসিক মূল্য ১৬.৭৫ লক্ষ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত