ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

উপাচার্য আন্দোলনে নীরব থাকা দুই শিক্ষক গুরুত্বপূর্ণ পদে

উপাচার্য আন্দোলনে নীরব থাকা দুই শিক্ষক গুরুত্বপূর্ণ পদে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হতে উপাচার্য নিয়োগের দাবিতে দীর্ঘ এক মাস আন্দোলনে নিজেদের সম্পৃক্ত না করলেও উপাচার্য নিয়োগের প্রথম দিনেই রেজিস্ট্রার ও ছাত্রকল্যানের দুটি পদ ভাগিয়ে নিয়েছেন দুই শিক্ষক। এ নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়া পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন ও ছাত্রকল্যাণ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কে এ এম রিফাত হোসাইন নিয়োগ পান। কিন্তু বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের প্রথম ও প্রধান লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য হতে উপাচার্য নিয়োগের দাবিতে কখনোই এ দুজন শিক্ষককে কখনো সম্পৃক্ত হতে দেখা যায় নি। এ ছাড়া শিক্ষার্থীদের ২৪ এর জুলাই গনঅভ্যুত্থান আন্দোলনে তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে উপাচার্য আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের প্রধান লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হতে উপাচার্য নিয়োগের দাবি পূরণ হওয়ার পর কিছু শিক্ষকেরা এরই মধ্যে পদ নিয়ে ভাগাভাগি শুরু করে দিছে। যেটা আমরা গতকাল উপাচার্যের যোগদানের দিনই দেখতে পারছি। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই চারটি পদে নিয়োগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বদলির ঘটনা ঘটেছে। যেটা কোনো ভাবেই কাম্য নয়। এটা উপাচার্যকে বিতর্কিত করার একটা অপচেষ্টা আমার কাছে মনে হয়। এ বিষয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, আমরা দীর্ঘ এক মাস যাবৎ আন্দোলন করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হতে উপাচার্য নিয়োগ আনতে সক্ষম হয়েছি। কিন্তু উপাচার্য নিয়োগের প্রথম দিনই দেখলাম প্রশাসনে বড় রকমের পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত