ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পৈতৃক সম্পত্তি থেকে নারীরা বঞ্চিত

জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপ

জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপ

গত ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দৈনিক আজকের পত্রিকায় ‘বাবার ২০০ কোটি টাকার সম্পত্তির ভাগ পাচ্ছেন না ৮ মেয়ে’ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আইনগতভাবে অধিকার থাকার পরও নারী উত্তরাধিকারদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগটি অনভিপ্রেত ও মানবাধিকারের লঙ্ঘন। এ ধরনের ঘটনা প্রায়শই বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে। কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সুয়োমটোর বিষয়বস্তু উল্লেখ করা হলো।

প্রকাশিত সংবাদের বরাতে সুয়োমটোতে উল্লেখ করা হয় যে, সরিষা তেল মিল মালিক বাবার রেখে যাওয়া ২০০ কোটি টাকার সম্পত্তিতে ওয়ারিশ মিলছে না আট মেয়ের। দেশের প্রচলিত আইন উপেক্ষা করে ওই সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করেছে ব্যবসায়ী বাবার দুই ছেলে। ঘটনাটি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার সানাউল্লাহর ওয়েল মিলের মালিক মৃত সানাউল্লাহর পরিবারের। পিতার সম্পত্তির দাবিতে গত সাত দিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তাঁর জীবিত মেয়ে মেহজাবিন, সুফিয়া খাতুন ও তার নাতি নাতনিরা।এ অবস্থায়, নীলফামারী জেলার সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার সানাউল্লাহর ওয়েল মিলের মালিক মৃত সানাউল্লাহর পরিবারের ওয়ারিশগণের মধ্যে আপস-মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান করত: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯-এর ১৭ ধারা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে কমিশনে প্রতিবেদন প্রেরণ করতে উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর, নীলফামারীকে বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত