‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
প্রশিক্ষিত কর্মীদের বৈধভাবে বিদেশে পাঠানোর উপর গুরুত্বারোপ করে রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। টিটিসির অধ্যক্ষ নাজমুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিসিকের উপ-মহাব্যবস্থাপক এহেছানুল হক, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী। সেমিনারে বিদেশী কর্মী পাঠানোর আগে কর্মীদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা বৃদ্ধিতে প্রশিক্ষিত ট্রেডে প্রতিষ্ঠানে শিক্ষানবীস হিসেবে কাজ করা এবং কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা সম্পর্কে জানার উপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে প্রশাসনে কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-ছাত্র প্রতিনিধি, ইমাম, ক্ষুদ্রনৃগোষ্ঠি, গ্রাম পুলিশ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।