ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাম্প্রতিক সময়ে ভারতে পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করেন মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ। সেই কটূক্তিকে সমর্থন করেন বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলন রংপুরের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর লালবাগ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খামার মোড়, বীকন মোড়, চারতলা মোড়, শাপলা চত্বর, গ্রান্ড হোটেল মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে ‘তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা’ ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’ ‘ভারতের দালালেরা হুশিয়ার সাবধান’ ‘বিচার চাই বিচার চাই, রামগিরি-নিতশের বিচার চাই’ ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকাসহ বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত