ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত আটক

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত আটক

পতেঙ্গার চরপাড়া থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দা-ছুরি-চাপাতিসহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের ছয় ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। গত বুধবার দিনগত রাত তিনটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- তৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনিরউদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)।

গতকাল বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির উদ্দেশ্যে চরপাড়া ঘাট হতে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন ডাকাতকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাতদের দেয়া তথ্যে পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকার সমুদ্রের পাড়ে কংক্রিটের ব্লকের মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিনে মোড়ানে দুটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গিুলি ও বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা সক্রিয় রাশেদ গিয়াস গ্রুপের হয়ে দীর্ঘদীন ধরে নোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটসমূহে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত