ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

বায়তুল মোকাররমের সামনে নামাজের আগে মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ চেক করছে পুলিশ গতকাল শুক্রবার জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ চেক করে প্রবেশ করানো হচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর বায়তুল মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে এমন চিত্র দেখা গেছে। খিলগাঁও জোনের সহকারী কমিশনার (পেট্রোল) কাজী ওয়াজেদ বলেন, আজকে নির্দ্রিষ্ট কোনো প্রোগ্রাম নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। গত শুক্রবার একটা ঝামেলা হয়েছে। এ ছাড়াও ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে হয়তো বিক্ষোভ মিছিলের সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত