ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক ও কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আয়োজনে দিনব্যাপী ঞড়ঞ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। পরিবেশ অধিদপ্তর এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ঞড়ঞ প্রশিক্ষণে বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের ১২০ জন প্রশিক্ষক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনেক রেফারেন্স দিয়ে মাননীয় উপদেষ্টা বলেন ‘আমাদের ধর্মেও স্বর নিচু করার কথা বলা আছে, অর্থাৎ উচ্চ শব্দ করতে বারণ করা হয়েছে।’ ইমাম-খতিবদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন- ‘আপনারা যেহেতেু সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এবং মানুষ যেহেতু আপনাদের কথা শুনে কাজেই আপনাদের বয়ানে আপনারা শব্দদূষণের ক্ষতিকর বিষয় গুলো তুলে ধরবেন।’

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবদুল হামিদ। সচিব ড. ফারহিনা আহমেদ বলেন- ‘আপনারা জুম্মার নামাজের সময় কিংবা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে শব্দদূষণের বিষয়ে মানুষকে সচেতন করবেন তবেই আজকের আয়োজন স্বার্থক হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত