বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রাম
সুপারভাইজার ও গবেষকদের পরিচিতিমূলক অনুষ্ঠান
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ২০২৩-২০২৪বি সেশনের এমফিল ও পিএইচডি গবেষকদের সাথে তাদের সুপারভাইজারদের পরিচিতি এবং গবেষণার শিরোনাম চূড়ান্ত করার জন্য সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএইচএসআর) কর্তৃক গতকাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, পিএইচডি অনুষ্ঠানে উপস্থিত থেকে গবেষক এবং সুপারভাইজারদের সাথে মত বিনিময় এবং মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ২০২৩-২০২৪বি সেশনের সব গবেষক, সুপারভাইজার এবং কো-সুপারভাইজার উপস্থিত ছিলেন।