পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন কর্মসূচি পালন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বিদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক বিআরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক, অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। গতকাল সোমবার সকালে রংপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সারাদেশব্যাপী বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর আয়োজনে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস যাবত প্রয়োজনীয় মালামাল ক্রয় ও সরবরাহের ব্যবস্থা না করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। যে কারণে মাঠপর্যায়ে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো মালামালের অভাবে (মিটার, ট্রান্সফরমার, তার ইত্যাদি) নতুন সংযোগসহ সঠিকভাবে গ্রাহকসেবা প্রদান করতে পারছে না। আরইবি কর্তৃক নিম্নমানের মালামাল সরবরাহ এবং প্রয়োজনীয় জনবল ও যানবাহনের ব্যবস্থা না করার কারণে গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে।