ঢাকায় হচ্ছে না কুমারী পূজা
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজায় রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে এবার কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মহাঅষ্টমীতে এবার কুমারী পূজা বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশন কর্তৃপক্ষ।
তবে ঢাকার বাইরে রামকৃষ্ণ মিশনের অনেক শাখায় যথারীতি কুমারী পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর থেকে এবার দুর্গাপূজা শুরু হবে। আগামী ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী দুর্গাপূজা সম্পন্ন হবে। ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ (কিশোর মহারাজ) গতকাল মঙ্গলবার জানান, এর আগে করোনা মহামারির সময়ও মহাঅষ্টমীতে কুমারী পূজা বাদ পড়েছিল। কারণ, সংক্রমণ রোধে তখন সরকারের পক্ষ থেকে বেশি লোককে এক জায়গায় একত্রিত হতে নিষেধ করা হয়েছিল।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবারও কুমারী পূজা বাদ দেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে রামকৃষ্ণ মঠ ও মিশনের অনেক জায়গাতেই কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, কুমারী পূজার ধারাটা রামকৃষ্ণ মিশনেই সীমাবদ্ধ, এটি মিশনেই হয়। কুমারী পূজা রামকৃষ্ণ পরমহংসদেবের প্রবর্তিত একটি প্রথা। কুমারী মেয়েদের মধ্যে তিনি দেবির উপস্থিতি দেখতেন।
এই কারণে ছোট মেয়েদের তিনি অষ্টমীর দিন পূজার ব্যবস্থা করেন। ৮-১০ বছর বয়সের কুমারী মেয়েকে দেবিরূপে পূজা করা হয়।
এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন মন্দিরের ভেতরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।