পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের লুট হওয়া দুইটি অস্ত্রসহ একটি রাবার বুলেট উদ্ধার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গত সোমবার রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মুক্তমঞ্চ এলাকায় কাশবনের ভেতর সন্দেহজনক একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বস্তার ভেতর থেকে দুইটি অস্ত্র (শর্টগান) ও একটি রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।