রাজধানীর মোহাম্মদপুরে দিনে দুপুরে চাপাতি ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় মিরাজ ও সোহাগ নামে দুজন ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ও আনুমানিক ৪০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা উদ্যান ৫ নম্বর রোডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মিরাজ বলেন, আমরা দুজন গোদরেজ কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করি। দুপুরে ইত্যাদি জেনারেল স্টোরে মাল দেয়ার সময় কয়েকজন আমাদের গলায় চাপাতি ধরে কাছে থাকা প্রায় ৪০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে চলে যায়। এ সময় কেউ এগিয়ে আসেনি। সবাই দূরে দাঁড়িয়ে দেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন বলেন, ২ যুবকের গলায় চাপাতি ধরে সবার চোখের সামনে দিয়ে টাকা মোবাইল নিয়ে চলে গেল। তাদের কাছে ধারালো অস্ত্র থাকায় কেউই তাদের আটকাতে সাহস করেনি। পুলিশ এসেছিল গাড়ি থেকে না নেমেই চলে গেছে। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, আমরা ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।