গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা আরোহী হাবিবুর রহমান নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা টাঙ্গাইল-মহাসড়কের উপজেলার পল্লীবিদুৎ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার পরান গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাবিবুরের মেয়ে উপজেলার সফিপুর ভাড়া থাকেন। মেয়েকে দেখতে অটোরিকশায় করে যাচ্ছিলেন তিনি।
এ সময় পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশা চালকসহ চারজন আহত হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হাবিবকে স্থানীয় লোকজন উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিছ উদ্দিন বলেন, গাড়িটিকে আটক করা হয়েছে। চালক হেলপার পলাতক আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিবারের আবেদন পরিপেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।