ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ছাদ থেকে পড়ে গাড়িচালকের মৃত্যু

ছাদ থেকে পড়ে গাড়িচালকের মৃত্যু

রাজধানীর গুলশানের নর্দা কালাচাঁদপুর এলাকার একটি বাসার ছয় তলা ছাদ থেকে পড়ে রিপন নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী বৃষ্টি বলেন, ‘আমার স্বামী গাড়িচালক। রাতে বাসায় এসে কিছুক্ষণ পরে ছাদে যান। ওই সময় বৃষ্টি হচ্ছিল এবং ছাদ পিচ্ছিল ছিল। কিছুক্ষণ পরে চিৎকারের শব্দ শুনতে পাই। পরে নিচে গিয়ে আমার স্বামীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। এরপর দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিপন পাবনার চাটমোহর থানার কাটলী গ্রামের গোমেজের ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত