ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দলিত সম্প্রদায়ের অধিকার আদায়ে ১৫ দফা দাবি

দলিত সম্প্রদায়ের অধিকার আদায়ে ১৫ দফা দাবি

সমাজে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত দলিত জনগোষ্ঠীর মানবাধিকার ও শ্রমিক অধিকার আদায়ে ১৫ দফা দাবি জানিয়েছে এ সম্প্রদায়ের মানুষরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আওয়াজ ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলিত সম্প্রদায়ের সাথী। তাদের দাবিসমূহ হলো- বৈষম্যবিরোধী বিল ২০২২ সংশোধন করে অবিলম্বে বিল পাস করতে হবে। পুনর্বাসন ছাড়া দলিত কলোনি বা পল্লি উচ্ছেদ করা চলবে না। জনপরিসরে দলিতদের প্রবেশাধিকারে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারাদেশে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং অন্যান্য সব পরিচ্ছন্ন কর্মীর চাকরি স্থায়ীকরণসহ সুনির্দ্রিষ্ট পে-স্কেল এবং কর্ম নিরাপত্তা দিতে হবে। সব পরিচ্ছন্ন কর্মীর ১৮ হাজার টাকা বেতন এবং লোডারদের ২২ হাজার টাকা বেতন দিতে হবে। সরকার কর্তৃক খাস জমিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের স্থায়ীভাবে বসবাস করতে দিতে হবে।

১-২০০ বছরের দলিতদের বসবাসের জায়গা তাদের নামে দলিল করে দিতে হবে। সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেশাদার পরিচ্ছন্ন কর্মী নিয়োগের ক্ষেত্রে আউট সোর্সিং বন্ধ করে স্থায়ীভাবে চাকরিতে হরিজন সম্প্রদায়ের ৮০ শতাংশ কোটা বাস্তবায়ন করতে হবে। পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের শিক্ষাক্ষেত্রে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির কোটা নিশ্চিত এবং উচ্চশিক্ষিত ছেলে মেয়েদেরকে সব পেশায় সমঅধিকার নিশ্চিত করতে হবে। প্রতিটা কলোনিতে অক্ষর জ্ঞান শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা ও বৃত্তির ব্যবস্থা করতে হবে। পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরির ব্যবস্থা করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে রোগীর চিকিৎসা ব্যয়ভার সরকারকে নিতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দলিতদের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত