ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডকে নেয়া হলো বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ‘বাংলার জ্যোতিকে’

ডকে নেয়া হলো বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ‘বাংলার জ্যোতিকে’

সম্প্রতি নগরীর পতেঙ্গায় বন্দরের ৭ নম্বর ডলফিন জেটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘বাংলার জ্যোতি’ অয়েল ট্যাংকারটি ডকে নেয়া হয়েছে। তার আগে খালাস করা হয়েছে ট্যাংকারে অক্ষত থাকা ইস্টার্ন রিফাইনারি জন্য আমদানি করা অপরিশোধিত তেল। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের অভিজ্ঞ পাইলটের অধীনে জাহাজটি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে কর্ণফুলী ড্রাইডকের ১ নম্বর জেটিতে রাখা হয়। এ কাজে সহায়তা করে বন্দরের কাণ্ডারী ৪ ও ১২ নামের দুইটি শক্তিশালী টাগবোট। ১৯৮৭ সালে ডেনমার্কে তৈরি ‘বাংলার জ্যোতি’ জাহাজটির সামনের দিকে গত ৩০ সেপ্টেম্বর সকালে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, কর্ণফুলী টানেল, বন্দর ও ফায়ার সার্ভিস। আগুন নেভানোর পর তিনজনের মরদেহ পাওয়া যায়। তারা হলেন- বিএসসির নিজস্ব মেরিন ওয়ার্কশপের চার্জম্যান চট্টগ্রামের নুরুল ইসলাম, ২৫-৩০ বছর ধরে বিএসসিতে ডেইলিবেসিস কাজ করা কিশোরগঞ্জের মো. হারুণ, বরিশাল মেরিন একাডেমি থেকে পাস করে বের হওয়া ঝিনাইদহের ক্যাডেট সৌরভ কুমার সাহা। আগুন নেভানোর সময় আহত হন বন্দরের কাণ্ডারী ১০ টাগ বোটের লস্কর মো. সোহেল রানা। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত