‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশের সুশাসন’ এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস, ২০২৪ উদযাপিত হয়েছে। গতকাল রোববার সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. আজমল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, নাগরিক সুবিধা পেতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সবার জন্য জরুরি। সময়মতো জন্ম ও মৃত্যুর নিবন্ধন নিশ্চিত করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করা না হলে পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জমি রেজিস্ট্রি, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন। মৃত্যু নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে জমির মালিকানা, মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন, পারিবারিক পেনশন প্রাপ্তিসহ অনেক কাজেই মৃত্যু নিবন্ধন প্রয়োজন হয়। এ ছাড়া মৃত্যু নিবন্ধিত না হলে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ণয়ও সম্ভব হয় না। সাধারণ মানুষের মধ্যে জন্ম ও মৃত্যুর নিবন্ধন সম্পর্কে সচেতনতা তৈরিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।