ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

চীনের হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লিনজুয়ান মিয়াও-এর নেতৃত্বে ৩-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন কোম্পানির দক্ষিণ এশিয়ার অঞ্চলিক পরিচালক লিন হাই এবং অ্যাকাউন্ট ডিরেক্টর আর্থার ঝু কোয়ান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড-এর কারিগরি সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউআইইউ ল্যাব, স্মার্ট ক্লাসরুম এবং স্মার্ট ক্যাম্পাস প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করেন। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের হুয়াওয়ে ইউনিভার্সিটির মধ্যে ফিনটেক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত