ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সুহানা রহমান সুকন্যা আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারের জন্য মনোনীত

সুহানা রহমান সুকন্যা আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারের জন্য মনোনীত

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশুদের সহায়তা এবং অ্যাডভোকেসি সংস্থা কিডস্ রাইট ফাউন্ডেশন প্রতিবছর আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশুদের কাজের মান বিচার করে পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করে থাকে। ২০২৪ সালে এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন কুমিল্লার মেয়ে সুহানা রহমান সুকন্যা। সে ঢাকার বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ এর ইংরেজি ভার্সনের দশম শ্রেণির ছাত্রী।

Lets break the silence around mental health and suicide. Together, we can create a world where every teenager feels heard, supported, and valued - এই উপপাদ্যকে সামনে রেখে সুহানা শিশু, কিশোর-কিশোরীদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্ববোধ থেকে তাদের অনাকাঙ্খিত আত্মহনন রোধ ও সমাজের স্বাভাবিক পরিবেশ বেড়ে উঠার জন্য খেলাধুলা, পারস্পরিক যোগাযোগ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মত বিনিময় ও সামাজিক যোগাযোগের মাধ্যমে শিশুদের মানসিক শক্তি বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। তারই প্রতিফলন হিসেবে সে এই পুরস্কারের জন্য কুমিল্লার একমাত্র মেয়ে সদস্য হিসেবে মনোনীত হয়েছে। এই পুরস্কারের জন্য সারা বিশ্ব থেকে মনোনীত ১০০ জন কিশোর-কিশোরীর মধ্যে সে শীর্ষস্থানে রয়েছে।

সুহানা ছাড়াও এই তালিকায় বাংলাদেশের আরো ১২ জন কিশোর-কিশোরী রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত