দেশের ১৮ কোটি মানুষের সবাই বাংলাদেশি, বিএনপি কাউকে সংখ্যালঘু মনে করে না। গতকাল সোমবার দুপুরে রাজশাহী নগরীর পদ্মা পাড়ে একটি রেস্তোরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির নেতারা।
তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেনো উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে সে জন্য মাঠে থাকবেন দলটির স্বেচ্ছাসেবকেরা। গঠন করা হয়েছে মোবাইল টিম ও চালু করা হয়েছে হট লাইন। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তা প্রতিহত করা হবে।
এ সময় দলটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জেলার সদস্য সচিব বিশ্বনাথ দত্ত ও সুলতানুল ইসলাম তারেকসহ অনেকে উপস্থিত ছিলেন।