ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা

রংপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালি শেষে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা রংপুর সদর হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর সিভিল সার্জন ডা. মো. মোস্তফা জামান চৌধুরী। এতে আলেচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রুহুল আমিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মোছা. শাম্মী আক্তার, মো. আব্দুস সাত্তার, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের প্রোগ্রাম হেড মাহমুদুল ইসলামসহ প্রমুখ। এতে কমিউনিটি চক্ষু হাসপাতাল, মর্ডাণ মোড়, এবং সাইটসেভার্স এর সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি রংপুর সদর হাসপাতাল রংপুর হতে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রংপুর সদর হাসপাতালে এসে শেষ হয়। বিশ্ব দৃষ্টি দিবসের আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে চক্ষুসেবার তথ্য উপস্থাপন করেন সাইটসেভার্স এর জেলা কোঅর্ডিনেটর মো. মাসুদ রানা। বিশ্ব দৃষ্টি দিবসে অংশগ্রহণ করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশন, মক্কা চক্ষু হাসপাতাল, মরিয়য়ম চক্ষু হাসপাতাল, ইনসাফ চক্ষু হাসপাতাল, গ্লোবাল চক্ষু হাসপাতাল, এডভ্যান্স চক্ষু হাসপাতাল, রংপুর চক্ষু হাসপাতাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত