ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিনা উদ্ভাবিত ফসলের জাত সম্প্রসারণ কর্মশালা

বিনা উদ্ভাবিত ফসলের জাত সম্প্রসারণ কর্মশালা

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবনী জাত ও প্রযুক্তি সম্প্রসারণ নিয়ে বরিশালে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিনা উপকেন্দ্র রহমতপুরে অনুষ্ঠিত অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মো. ইকরাম উল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম ও আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট রহমতপুরের সিএসও ড. বিমল চন্দ্র কুন্ডু। অনুষ্ঠানে বরিশাল বিভাগের, জেলার ও উপজেলার কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি বলেন, কৃষির চ্যালেঞ্জ একেক অঞ্চলে একেক রকম। তবে আছে সম্ভাবনা। এসব বিষয়ে আমাদের কাজ করার যথেষ্ট সুযোগ রযেছে। তিনি আরো বলেন, ফসলের উৎপাদনশীলতা এবং শস্যনিবিড়তা বাড়াতে বিনা উদ্ভাবিত জাতগুলোও কৃষকের মাঠে ছড়িছে দিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত