“ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে ডিম বিতরণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব ডিম দিবস-২০২৪। গতকাল শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. জাকির হোসেন ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. এবিএম জাহাঙ্গীর রতন।
এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। আড়াইহাজার উপজেলা প্রাণীস ম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।