এপিক হেলথ কেয়ারে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
তরুণী এবং প্রাপ্তবয়স্ক নারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার।
সম্প্রতি এপিক হেলথ কেয়ারের কনফারেন্স রুমে নারী কর্মীদের নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক সেমিনার ও স্ক্রিনিং প্রোগ্রামে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আলম বলেন প্রতি বছর স্তন ক্যান্সার লক্ষ লক্ষ নারীকে আক্রান্ত করে কিন্তু সচেতনতা প্রাথমিক শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা অনেক জীবন বাঁচাতে পারে।
এপিক হেলথ কেয়ারের মানব সম্পদ বিভাগের ডিরেক্টর তহমিনা মরিয়ম বলেন, এই আয়োজনের উদ্দেশ্য হলো সবাইকে সচেতন করা এবং প্রাথমিক ধাপগুলোতে এই রোগ শনাক্ত করতে যাতে সহযোগীতা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি আটজন নারীর মধ্যে একজন তার জীবনের কোনো এক সময়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। বাংলাদেশে প্রতি বছর এই রোগে অনেক নারী মারা যাচ্ছেন, তবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সংখ্যা কমানো সম্ভব। অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল বীকন ফার্মাসিউতিক্যালস। কর্পোরেট বিজনেস ও ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ, মানব সম্পদ বিভাগের যৌথ আয়োজনে ঊর্ধ্বতন উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম, জহির রায়হান, হাবিবা হক, সাইফুল ইসলাম প্রমুখ।