সেবা থেকে বঞ্চিত যাত্রীরা

দুই মাসেও চালু হয়নি সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন দুই মাস অতিবাহিত হলেও চালু হয়নি। এতে ট্রেনে চলাচলকারী যাত্রীরা এখন সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। রেল ঊর্ধ্বতন কৃর্তপক্ষ এ ট্রেন চলাচলে নজর দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট আন্দোলনকারী ছাত্র-জনতা শহরের বাজার স্টেশন ও শহীদ এম মনসুর আলী স্টেশনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটনায়। এতে স্টেশনের অফিসের কম্পিউটার, টেবিল-চেয়ার, ফ্যান ও আসবাবপত্র পুড়ে যায়। বিশেষ করে সিরাজগঞ্জ শহর হয়ে ঢাকায় চলাচলকারী একমাত্র ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন বন্ধ হয়ে যায়। অবশ্য ঢাকা ও উত্তরবঙ্গের চলাচলকারী সকল ট্রেন শহীদ এম মনসুর আলী স্টেশনে যাত্রা বিরতি করলেও স্টেশনটির কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। আন্দোলনে ক্ষতিগ্রস্ত দেশের অন্যান্য ট্রেন ও স্টেশন চালু হলেও সিরাজগঞ্জে স্টেশন চালু নিয়ে এখনো নিশ্চয়তা নেই। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে গত ৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করে ৭ দিনের আলটিমেটাম দিয়েছিলেন এবং ‘আমরা সিরাজগঞ্জবাসী’র ব্যানারে শিক্ষার্থী ও পেশাজীবীদের সমন্বয়ে কয়েক দফা মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেই সাথে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ। কিন্তু ২ মাস পার হলেও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হয়নি। এতে ট্রেনের যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সিরাজগঞ্জবাসী। এ বিষয়ে সিনিয়র ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আহসানুর রহমান সাংবাদিকদের জানান, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের কারণে স্টেশন দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।