ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেবা থেকে বঞ্চিত যাত্রীরা

দুই মাসেও চালু হয়নি সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

দুই মাসেও চালু হয়নি সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

সিরাজগঞ্জে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন দুই মাস অতিবাহিত হলেও চালু হয়নি। এতে ট্রেনে চলাচলকারী যাত্রীরা এখন সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। রেল ঊর্ধ্বতন কৃর্তপক্ষ এ ট্রেন চলাচলে নজর দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট আন্দোলনকারী ছাত্র-জনতা শহরের বাজার স্টেশন ও শহীদ এম মনসুর আলী স্টেশনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটনায়। এতে স্টেশনের অফিসের কম্পিউটার, টেবিল-চেয়ার, ফ্যান ও আসবাবপত্র পুড়ে যায়। বিশেষ করে সিরাজগঞ্জ শহর হয়ে ঢাকায় চলাচলকারী একমাত্র ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন বন্ধ হয়ে যায়। অবশ্য ঢাকা ও উত্তরবঙ্গের চলাচলকারী সকল ট্রেন শহীদ এম মনসুর আলী স্টেশনে যাত্রা বিরতি করলেও স্টেশনটির কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। আন্দোলনে ক্ষতিগ্রস্ত দেশের অন্যান্য ট্রেন ও স্টেশন চালু হলেও সিরাজগঞ্জে স্টেশন চালু নিয়ে এখনো নিশ্চয়তা নেই। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে গত ৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করে ৭ দিনের আলটিমেটাম দিয়েছিলেন এবং ‘আমরা সিরাজগঞ্জবাসী’র ব্যানারে শিক্ষার্থী ও পেশাজীবীদের সমন্বয়ে কয়েক দফা মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেই সাথে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ। কিন্তু ২ মাস পার হলেও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হয়নি। এতে ট্রেনের যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সিরাজগঞ্জবাসী। এ বিষয়ে সিনিয়র ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আহসানুর রহমান সাংবাদিকদের জানান, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের কারণে স্টেশন দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত