ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা অধ্যাপকের সাক্ষাৎ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. জিমিয়ান ইয়ং গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। প্রায়োগিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত দি সেন্টার ফর চায়না স্টাডিজ এর উন্নয়ন এবং আন্তর্জাতিকীকরণের বিষয়েও তারা আলোচনা করেন। বাংলাদেশ এবং চীনের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের ক্ষেত্রে এই সেন্টারকে কার্যকরভাবে ব্যবহারের উপর তারা গুরুত্বারোপ করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান। এরআগে, অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে অধ্যাপক ড. জিমিয়ান ইয়ং China-Bangladesh Mutual Learning on Economic and Social Developments’ শীর্ষক এক বক্তৃতা প্রদান করেন। তিনি সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দৃঢ়তা, আত্মনির্ভরশীলতা ও খাপ খাওয়ানোর মানসিকতা ধারণ করার উপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে তিনি চীনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।