ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবহেলিত রংপুরের উন্নয়নে ৫ দাবি ছাত্র জনতার

অবহেলিত রংপুরের উন্নয়নে ৫ দাবি ছাত্র জনতার

বছরের পর বছর ধরে অবহেলিত থাকা দেশের উত্তর জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে ৫ দফা দাবি জানিয়েছে রংপুর বিভাগের ছাত্র জনতা। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধনে ঢাকায় অবস্থানরত রংপুর বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ছাত্র-জনতার দেয়া দাবিগুলো হলো- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন; জাতীয় বাজেটে ন্যায্য বরাদ্দ; বিশেষ আর্থিক বরাদ্দসহ গ্যাস সংযোগ প্রদান; বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পায়ন; একজন উপদেষ্টা নিয়োগ করা। মুখপাত্র হিসেবে ঢাবি শিক্ষার্থী মিফতাহুল মারুফ আনুষ্ঠানিকভাবে দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেন। সেখানে তিনি দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরে বলেন, নিজেদের প্রতিনিধি না হলে এ দাবিগুলোর বাস্তবায়ন সম্ভব নয়। তাই আবু সাইদের রক্তে ভেজা ভূমি থেকে অবশ্যই এই সরকারে প্রতিনিধি থাকতে হবে। সেখানে তিনি প্রস্তাবনা আকারে সরকারের সাবেক সচিব ড. মাহফুজুল হক, ছাত্রনেতা ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, কবি ও সাহিত্যিক আব্দুল হাই শিকদার, জাতীয় নাগরিক কমিটির সদস্য ড. আতিক মুজাহিদসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন সরকারের উপদেষ্টা হিসেবে। মারুফ বলেন, দরকার পরলে আমরা আলোচনা করে আরো কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে পারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত