ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খুন

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খুন

এলাকায় মাদক কারবারিদের নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশের জেড়ে সাগর মিয়া (২০) নামের এক মাদক ব্যবাসায়ীর ছুড়িকাঘাতে স্বপন ভদ্র নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। ওসি জানান, ঘাতক সগর মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাবুল মিয়ার ছেলে। তবে সাগর তার নানার বাড়ি শম্ভুগঞ্জের মাঝিপাড়ায় থাকে। ছোটবেলা থেকে সে মাদকাসক্ত। গত কয়েক বছর যাবত সে মাদক ব্যাবসার সাথে জড়িয়ে পরে। তিনি আরো জানান, স্থানীয় সাংবাদিক স্বপন ভদ্র মাদকের বিরুদ্ধে প্রায়ই লেখালেখি করতেন। এ নিয়ে বছর খানেক আগেও একবার সাগর তার উপর হামলা চালায়। লেখালেখির সূত্র ধরে গতকাল দুপুরে সাংবাদিক স্বপন ভদ্রকে বাড়ি থেকে ডেকে নেয় ঘাতক সাগর। পরে বাড়ির অদূরে নিয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের দিকে রওনা হলে পথেই মারা যান তিনি। ময়মনসিংহ প্রেসক্লাব ও স্থানীয় সূত্র জানায়, স্বপন ভদ্র স্থানীয় দৈনিক স্বজন পত্রিকায় দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি তারাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পূজা উদযাপন কমিটির সাথেও যুক্ত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত